Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পীরগঞ্জ উপজেলা এবং সমবায় সমিতি সর্ম্পকে

ভৌগলিক অবস্থান:

পীরগঞ্জ উপজেলার আয়তন ৮৭৪৭২.৮৫ একর বা ৩৫৩.৯৯ বর্গ কি:মি:। ২৮°৪০'' এবং ২৫°৫৯'' উত্তর অক্ষাংশ এবং ৮৮°১৫'' এবং ৮৮°২২'' পূর্ব দ্রাঘিমার মধ্যে  পীরগঞ্জ উপজেলা অবস্থিত ।

উপজেলা সমবায় অফিস, পীরগঞ্জ, ঠাকুরগাঁও সম্পর্কে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরেরে উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে কোন অফিস নাই।

সমবায় সমিতি সম্পর্কে

অডিটের জন্য বরাদ্দকৃ সমিতির সংখ্যা ১৯৩ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ২১৭২৪ জন সদস্য (পুরুষ-১৪৫৭৩, মহিলা-৭১৫১) রয়েছে । ২০২১-২০২২ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ১১০.৩৭ লক্ষ টাকা, সঞ্চয় ১০৯০.৫৬ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ১১০০০.৫৭ লক্ষ টাকা। সরকারী ও অন্যান্য সংস্থা হতে ঋণ গ্রহণ ৯৫৫.০৭ লক্ষ টাকা, ঋণ বিতরণ (সমিতির নিজস্ব তহবিল+সরকারী+অন্যান্য সংস্থা) ২১২৬.২৬ লক্ষ টাকা, ঋণ আদায় ৩১৩৫.৬৮ লক্ষ টাকা, সমিতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ৩৫১.৯০ লক্ষ টাকা, নীট লাভ(২০২০-২১) ৫৯.১৯ লক্ষ টাকা, লভ্যাংশ বন্টন ১০.১৯ লক্ষ টাকা, আদায়কৃত অডিট সেস ১.১২ লক্ষ টাকা, সমবায় উন্নয়ন তহবিল ১.৭৮ লক্ষ টাকা ও অডিট ফি’ ভ্যাট প্রদান ০.১৭ লক্ষ টাকা। নিবন্ধিত গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম/আশ্রয়ণ প্রকল্প ২৫ টি, সফল সমবায় সমিতির সংখ্যা ১০ টি। সবায়ের মাধ্যমে এ উপজেলায় ২৪৬০ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা হতে ১০০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, রংপুরে সমবায়ীদের ট্রেডভিত্তিক বিভন্ন প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।